Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মার্চ ২০১৭

চট্টগ্রাম অঞ্চল

বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল

অঞ্চল গঠনের সংক্ষিপ্ত পরিচিতি: স্বাধীনতার পর বাংলাদেশ বয়েজ স্কাউট সমিতির চট্টগ্রাম বিভাগীয় সদর দফতর ছিল চট্টগ্রাম। ১৯৭৪ সালে সদর দফতর কুমিল্লায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল ১৯৯৭ সনে শিক্ষা বোর্ড ভিত্তিক বিভক্ত হয়ে যথাক্রমে কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চল গঠিত হয়। নব গঠিত বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল ১ জুলাই, ১৯৯৭ থেকে কার্যক্রম শুরু হয়।

যোগাযোগের তথ্য (30 মার্চ ২০১৭ তারিখে আপডেটকৃত):  পিডিএফ  ওয়ার্ড 

অঞ্চল ব্যাজ পরিচিতি :

হালকা ছাই রংয়ের পটভূমিতে কালো রংয়ে একজন চালকসহ একটি সাম্পান, উপরে স্কাউট মনোগ্রাম বামে ‘‘চট্টগ্রাম অঞ্চল’’ ডানে বাংলাদেশ স্কাউটস এবং সবুজ রংয়ের বেষ্টনী থাকবে।

ঠিকানা : বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চল

           আঞ্চলিক সদর দফতর,পলোগ্রাউন্ড এভিনিউ, টাইগারপাস মোড়, চট্টগ্রাম

           ফোন নং- ০৩১-৬২৭৫৪৪,  ই-মেইল- chittagong@scouts.gov.bd ,  bs_ctgr@yahoo.com

সাংগঠনিক কাঠামো :

চট্টগ্রাম মেট্টোপলিটন জেলা, চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও বান্দরবান পার্বত্য জেলাসহ ৬ টি জেলা এবং ৪৭ টি উপজেলা যথাক্রমে মিরসরাই, সীতাকুন্ড, ফটিকছড়ি, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, সন্দ্বীপ, কক্সবাজার সদর, চকরিয়া, পেকুয়া, রামু, কুতুবদিয়া, টেকনাফ, মহেশখালী, উখিয়া, বান্দরবান সদর, নাইক্ষংছড়ি, আলীকদম, লামা, থানছি, রুমা, রোয়াংছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, বিলাইছড়ি, কাপ্তাই, জুরাইছড়ি, বরকল, নানিয়ারচর, লংগদু, বাঘাইছড়ি, কাউখালী, খাগড়াছড়ি সদর, লক্ষীছড়ি, মানিকছড়ি, মহালছড়ি, রামগড়, মাটিরাঙ্গা, দীঘিনালা, পানছড়ি নিয়ে গঠিত। ছয়টি জেলার ৪৭ টি উপজেলায় মোট ১৫৯৪ টি কাব দল, ৭৯৩ টি স্কাউট দল, ২৭৭৮৫ জন কাব স্কাউট, ২৩৭৩৪ জন স্কাউট, ১৬১৭১ জন ননওয়ারেন্ট সদস্য আছে। বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের ৩৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি আছে। বাংলাদেশ স্কাউটস এর গঠন ও নিয়ম এর আলোকে একটি আঞ্চলিক উপবিধি রয়েছে।

প্রোগ্রাম : চট্টগ্রাম অঞ্চল গঠনের পর থেকে এসময় পর্যন্ত ৪ টি আঞ্চলিক স্কাউট সমাবেশ ও ১ টি আঞ্চলিক কাব ক্যাম্পুরী বাস্তবায়িত হয়।

চট্টগ্রাম অঞ্চল গঠনের পর হতে এসময় পর্যন্ত  অ্যাওয়ার্ড প্রাপ্তি :

শাপলা কাব অ্যাওয়ার্ড : সর্বমোট ১১৮ জন শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেন।

প্রেসিডেন্ট,স স্কাউট অ্যাওয়ার্ড : সর্বমোট ৩৯ জন প্রেসিডেন্ট,স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন।

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড : ১ জন স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন।

উডব্যাজ অর্জনকারীর সংখ্যা : কাব শাখায় সর্বমোট - ১৫৮ জন ( পুরুষ- ১১৪ জন + মহিলা- ৪৪ জন)

স্কাউট শাখায় সর্বমোট -১৭৩ জন (পুরুষ- ১৬২ জন + মহিলা- ১১ জন)

এন টি সি সম্পন্নকারী :  ২৬ জন (পুরুষ- ২৫ জন + মহিলা- ১ জন)

সহকারী লিডার ট্রেনার সংখ্যা : ১৯ জন ( পুরুষ - ১৭ জন + মহিলা -২ জন)

লিডার ট্রেনার-  ১৫ জন

 

অ্যাওয়ার্ড প্রাপ্ত অ্যাডাল্টস লিডারদের সংখ্যা -

রৌপ্য ব্যাঘ্র- ৫ জন, রৌপ্য ইলিশ-৮, সভাপতি অ্যাওয়ার্ড- ১১ জন, সি এন সি’স অ্যাওয়ার্ড- ১৬ জন, দীর্ঘ সেবা পুরস্কার - ২ জন, লং সার্ভিস অ্যাওয়ার্ড- ১১ জন, লং সার্ভিস ডেকোরেশন- ১৯ জন, বার টু দি মেডেল অব মেরিট- ৩৯ জন, মেডেল অব মেরিট- ১৬৭ জন, সার্টিফিকেট- ৩৯২ জন।

আন্তর্জাতিক :

১। ৪-৯ জানুয়ারি,৯৮ ভারতের খুরদা উড়িষ্যায় অনুষ্ঠিত ৩য় সার্ক/১৩ শ ভারতীয় জাতীয় জাম্বুরীতে ৪ জন স্কাউট অংশগ্রহণ করেন।

২। ২৮ জুলাই থেকে ১১ আগস্ট, ১৯৯৯ জাপানে অনুষ্ঠিত এপি ইনভাইটেশন প্রোগ্রামে ১ জন স্কাউটার অংশগ্রহণ করেন।

৩। ১৮-৩১অক্টোবর, ১৯৯৯ ভারত ও নেপাল শিক্ষা সফরে ২ জন প্রতিবন্ধী স্কাউট ও ১ জন গার্ল স্কাউট প্রতিবন্ধী  অংশগ্রহণ করেন।

৪। ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর, ১৯৯৯ পাকিস্তান ইসলামাবাদে অনুষ্ঠিত রিজিওনাল ইউনেস্কো ইয়ূর্থ ফোরামে ১ জন স্কাউট অংশগ্রহণ করেন।

৫। ২৮ জুলাই থেকে ১০ আগস্ট,১৯৯৮ জাপানে অনুষ্ঠিত এ পি ইনভাইটেশন প্রোগ্রামে ১ জন স্কাউট অংশগ্রহণ করেন।

৬। ৭- ১১ অক্টোবর, ২০০১ নতুন দিল্লী হোটেল অশোকায় অনুষ্ঠিত ২০তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কনফারেন্সে ২ জন স্কাউটার অংশগ্রহণ করেন।

৭। ১৬-২৫ ফেব্রুয়ারি, ২০০২ ভারতের পাঁচমারীতে (মধ্যে প্রদেশ) অনুষ্ঠিত ৪র্থ ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চরে ১ জনস্কাউটার অংশগ্রহণ করেন।

৮। ১৬-২২ ফেব্রুয়ারি, ২০০৩ মালদ্বীপে অনুষ্ঠিত ২য় সাফ সার্ক ফ্রেন্ডশীপ ক্যাম্পে  ৩ জন স্কাউট অংশগ্রহণ করেন।

৯। ২৮ ডিসেম্বর, ২০০২ থেকে ৮ জানুয়ারি, ২০০৩ থাইল্যান্ডের চনবুরীতে অনুষ্ঠিত ২০তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে ২জন স্কাউটার, ৯ জন স্কাউট,  ৮ জন  গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করেন।

১০। ২২-২৭ এপ্রিল, ২০০৫ কাঠমুন্ডু নেপালে অনুষ্ঠিত ৩য় সাফ স্কাউট ক্যাম্পে ১ জন স্কাউট অংশগ্রহণ করেন।

১১। ৩১ মে থেকে ১০ জুন, ২০০৫ ভারতের কলকাতা ও পাঁচমারীতে অনুষ্ঠিত শিক্ষা সফর (গার্ল ইন স্কাউটিং) ১ জন গার্ল ইন স্কাউট অংশগ্রহণ করেন।

১২। ২৭ জুলাই- ৮ আগষ্ট, ২০০৮ হাইল্যান্ডস পার্ক, লন্ডনে অনুষ্ঠিত ২১তম বিশ্ব স্কাউট জাম্বুরিতে ১জন স্কাউটার, ৩ জন গার্ল ইন স্কাউট ও ১জন স্কাউট অংশগ্রহণ করেন।

১৩। ২৬ জুলাই, ০৪ আগষ্ট,২০১০ অনুষ্ঠিত বয় স্কাউট অব আমেরিকা ন্যাশনাল স্কাউট জাম্বুরী ভারজিনিয়া ইউনাইটেড স্টেটে ১ জন স্কাউট অংশগ্রহণ করেন।

১৪। ২৫ জুলাই, ০৮ আগষ্ট,২০১১ অনুষ্ঠিত ক্রিষ্টিয়ানস্ট্যাডে, সুইডেনে ২২তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে ৩ জন স্কাউটার ও ১ জন স্কাউট অংশগ্রহণ করেন।

১৫। ২০- ২৭ জুন, ২০১২ তারিখ ভারত শিক্ষা সফরে ১ জন কাব ( ছেলে) ও ১ জন কাব ( মেয়ে)   অংশগ্রহণ করেন। 

১৬। ৮-১৮ আগষ্ট,২০১৩ তারিখে কানাডায় অনুষ্ঠিত ১৪তম বিশ্ব রোভার মুটে চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক পরিচালক  অংশগ্রহণ করেন।

১৭। ২৩-২৮ ফেব্রুয়ারি,২০১৪ তারিখ ভারতের কলকাতায় শিক্ষা সফরে ১ জন কাব স্কাউট ও ১ কাব লিডার অংশগ্রহণ করেন।

 

উন্নয়ন :

১। আঞ্চলিক কাব ভবন : চট্টগ্রাম শহরের বাকলিয়া মৌজা, চান্দগাঁও থানায় ১.৫০ গন্ডা (এক গন্ডা দুই কড়া ) বা  ৩ (তিন) শতক নাল জমিতে ২য় তলা বিশিষ্ট কাব ভবন নিমার্ণ করা হয়।

২। আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী জনাব মোঃ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর আন্তরিক প্রচেষ্ঠায় ও সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাম মাত্র মূল্য ১০০১/- (একহাজার এক) টাকায় পটিয়া উপজেলার ২নং বড় উঠান ইউনিয়নের কোরিয়ার ইপিজেড সংলগ্ন দৌলতপুর মৌজার জে এল নং- ১৭ বি, এস ১নং খতিয়ানের বি এস ১৬৫৭ নং দাগে ৩ একর জমি বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ট্রেনিং সেন্টার স্থাপনের জন্য বরাদ্দ প্রদান করেন। গত ১ নভেম্বর,২০১৪ তারিখ প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান ও বৃক্ষরোপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভূমি প্রতিমন্ত্রী জনাব মোঃ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও স্বরাস্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান মহোদয় উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলার শীলছড়িস্থÑ  বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃক ৫ বছরের জন্য মাসিক ১০০০/- টাকা ভাড়া হিসেবে  ১ একর জমিতে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র  ৮ সেপ্টেম্বর,২০১০ তারিখ তৎকালীন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার বর্তমান সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ আবুল কালাম আজাদ মহোদয় কর্তৃক উদ্বোধন করা হয়।

৩। জেলা স্কাউট ভবন- বাংলাদেশে স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা  স্কাউট ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে এবং কক্সবাজার জেলা স্কাউট ভবন তৎকালীন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার বর্তমান সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ আবুল কালাম আজাদ মহোদয় কর্তৃক উদ্বোধন করা হয়।

৪। উপজেলা স্কাউট ভবন- বান্দরবান জেলা পরিষদ হতে বান্দরবান সদর উপজেলা স্কাউট ভবনের জন্য  ৩৩৭ নং বালাঘাটা মৌজায় প্রস্তাবিত ০.৩০ (ত্রিশ শতক) একর ৩য় শ্রেণীর সরকারী খাস জমি বরাদ্দ প্রদান করা হয়।

সমাজ উন্নয়ন কার্যক্রম: বৃক্ষরোপন কর্মসূচি, শিশু স্বাস্থ্য ও পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স, লাইফ স্কিল কোর্স, উপজেলায় শিশু পরিচর্যা ও পুষ্ঠি ক্লাব, উপজেলা স্বাস্থ্য ক্যাম্প, জেলা কমডেকা।

গার্ল ইন স্কাউটিং : বাংলাদেশ স্কাউটস এর গার্ল ইন স্কাউটিং বিভাগের উদ্দ্যোগে চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় ২৫ ডিসেম্বর,২০১৪ বাংলাদেশ স্কাউটস, নৌ অঞ্চলের আওতাধীন কাপ্তাই নৌ জেলার শহীদ মোয়াজ্জেম ঘাঁটি তে গার্ল ইন স্কাউটদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা হয়। বর্ণিত শিক্ষা সফরে চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন জেলা সমূহ হতে গার্ল ইন স্কাউট দল হতে ২৮ জন গার্ল ইন স্কাউট, ৫ জন গার্ল ইন স্কাউট লিডার, ৭ জন আঞ্চলিক কর্মকর্তা, ৫ জন স্থানীয় কর্মকর্তা এবং  ৩ জন সপোর্ট স্টাফ অংশগ্রহণ করেন।

২০১০ সালে বাংলাদেশ স্কাউটস আয়োজিত ‘‘শতবর্ষ  স্কাউট লটারীর” প্রথম পুরস্কার ২৫ লক্ষ টাকা অর্জনকারী : চট্টগ্রাম অঞ্চলের আওতাধীন রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাস্থ ওয়া¹া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মিনু তঞ্চগ্যা ।