জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে বাংলাদেশ স্কাউটসের প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভদের অংশগ্রহণে ১২-১৩ জুন, ২০১৬ তারিখ ২ দিনব্যাপী ‘১৪তম প্রফেশনাল ষ্টাফ ম্যানেজমেন্ট কনফারেন্স’ চলছে। এই কনফারেন্সে বাংলাদেশ স্কাউটসের সারা দেশের ৫৬ জন প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ অংশগ্রহণ অংশগ্রহণ করছেন।
বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক জনাব মোঃ মজিবর রহমান মান্নান এর সভাপতিত্বে কনফারেন্সের উদ্বোধন করেন জনাব মোঃ আবদুস সালাম খান, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস ও প্রাক্তণ জনপ্রশাসন সচিব। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ আবু মোতালেব খান, এলটি, যুগ্ম নির্বাহী পরিচালক(প্রোগ্রাম), বাংলাদেশ স্কাউটস। ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব আরশাদুল মুকাদ্দিস, যুগ্ম নির্বাহী পরিচালক(প্রশিক্ষণ), বাংলাদেশ স্কাউটস।
প্রধান স্কাউটস ব্যক্তিত্ব হিসেবে জনাব মোঃ আব্দুস সালাম খান বলেন আপনাদের কর্মজীবনে এই ধরণের কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কনফারেন্সের আপনার বিগত বছরের কাজগুলো আপনার অন্য সহকর্মী দ্বারা মূল্যায়নের সুযোগ আসে ফলে আপনার পরবর্তী কাজ বা পরিকল্পনা গ্রহণে সুবিধা হবে। এই কনফারেন্সে সকলের সাথে দেখা হলো এবং মতবিনিময় করার সুযোগ হলো। এই ২দিন আপনাদের উৎসাহ ও উদ্দিপনায় কাটবে এই আশা করে তিনি কনফারেন্স এর শুভ উদ্বোধন করেন।
আগামী ১৩ জুন, ২০১৬ তারিখ বেলা ৫.০০ টায় বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ আবুল কালাম আজাদ প্রধান স্কাউট ব্যাক্তিত্ব এবং বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড. মোঃ মোজাম্মেল হক খান বিশেষ স্কাউট ব্যক্তি¦ত্ব হিসেবে উপস্থিতে থেকে কনফারেন্সের সমাপনী অনুষ্ঠিত হবে।