বাংলাদেশ স্কাউটস প্রতি চার বছর অন্তর জাতীয় রোভার মুট আয়োজন করে থাকে। ২০১৩ সালে দশম জাতীয় রোভার মুট পঞ্চগড় জেলার দেবীগঞ্জে আয়োজন করা হয়। এতে ৬,৫০০ জন অংশগ্রহণ করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোভার মুটের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
বাংলাদেশ স্কাউটস এর দ্বিতীয় চতুর্বার্ষিক প্রোগ্রাম পরিকল্পনা অনুযায়ী ২৫-৩১ জানুয়ারি ২০১৭ একাদশ জাতীয় রোভার মুট বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে বাংলাদেশ স্কাউস এর জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন) এবং সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জনাব মোঃ শাহ কামালকে সভাপতি মনোনীত করে ৮৬ সদস্য বিশিষ্ট একাদশ জাতীয় রোভার মুট সাংগঠনিক কমিটি গঠন করা হয়।
ভেন্যুঃ
মূল এরিণাঃ “জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হাউজিং প্রকল্প, মানিকদহ, গোপালগঞ্জ”
ক্যাম্প ইন ক্যাম্পঃ পাটগাতী, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ
মেইন এরিনাঃ বঙ্গবন্ধু এরিণা
ভিলেজ : ১। সৈয়দ নজরুল ইসলাম ভিলেজ, ২। তাজউদ্দীন আহমদ ভিলেজ, ৩। ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী ভিলেজ, ৪। এ এইচ এম কামারুজ্জামান ভিলেজ।
সাব ক্যাম্পঃ ১০টি: মধুমতি, বাঘিয়ার, ঘাঘর, পুরাতন কুমার, বিলরুট ক্যানেল, কালিগঞ্জ, টুঙ্গিখাল, বাগদা, কুশিয়ারা, শৈলদহ, আড়িয়াল খাঁ, ছন্দা।