Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st ডিসেম্বর ২০১৭

প্রোগ্রাম বিভাগ, জাতীয় সদর দফতর

প্রোগ্রাম বিভাগের কার্যপরিধি

 
১। বাংলাদেশ স্কাউটসের শাখাভিত্তিক প্রোগ্রাম প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, মনিটরিং ও মূল্যায়নপূর্বক প্রোগ্রাম রিভিউকরণ।
২। ইউনিট, উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে প্রোগ্রাম বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দান।
৩। অঞ্চল ও জাতীয় পর্যায়ে শাখা ভিত্তিক বার্ষিক প্রোগ্রাম মূল্যায়ন ওয়ার্কশপ বাস্তবায়ন এবং বার্ষিক প্রোগ্রাম কর্মসূচি প্রণয়ন।
৪। অঞ্চল পর্যায়ে অনুষ্ঠেয় প্রোগ্রামসমূহ অনুমোদন এবং তা যথাযথ বাস্তবায়নে পর্যবেক্ষণ ও মনিটরিং।
৫। জাতীয় পর্যায়ে অনুষ্ঠেয় প্রোগ্রামসমূহের কার্যক্রম প্রণয়ন, প্রোগ্রামসমূহ বাস্তবায়নে যোগ্যতাসম্পন্ন লিডার মনোনয়ন ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ।
৬। প্রোগ্রাম কমিটির প্রোগ্রাম বিষয়ক সুপারিশ ও পরামর্শ সংশ্লিষ্টগণের মাধ্যমে বাস্তবায়ন।
৭। ক্যাম্পুরী, জাম্বুরী, মুট, কমডেকা, ইন্দাবা, সৃজনী ক্যাম্প ইত্যাদি কার্যক্রমের প্রোগ্রাম প্রণয়ন ও বাস্তবায়ন।
৮। শাখাভিত্তিক প্রোগ্রাম সম্পর্কীয় বইয়ের পান্ডুলিপি প্রণয়ন ।
৯। প্রশিক্ষণ ও সংগঠনসহ অন্যান্য বিভাগের সাথে সমন্বয় সাধন করে কার্যক্রম বাস্তবায়ন।
১০। শাপলা কাব, প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড, প্রেসিডেন্ট’স রোভার স্কাউট  অ্যাওয়ার্ড প্রার্থীদের মূল্যায়ন করে যোগ্য প্রার্থীদের অ্যাওয়ার্ড মঞ্জুরীর প্রস্তাব প্রদান এবং রেকর্ড সংরক্ষণ।
১১। শাখাভিত্তিক বই, ব্যাজসহ সংশ্লিষ্ট প্রোগ্রাম বিষয়ক দ্রব্যাদি দোকান কমিটির মাধ্যমে সরবরাহ নিশ্চিতকরণ।
১২। প্রোগ্রাম বিভাগের কার্যক্রম যথাযথ বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক টাস্কফোর্স গঠন এবং টাস্কফোর্সের মাধ্যমে বিভিন্নমূখী প্রস্তাবনা প্রণয়ন ও যথাযথ অনুমোদনক্রমে তা বাস্তবায়ন এবং টাস্কফোর্সের কাজে নিয়োজিত ব্যক্তিদের কাজের মূল্যায়ন।
১৩। জাতীয় সদর দফতর থেকে মাঠ পর্যায়ে প্রতিনিধি পাঠিয়ে ইউনিট, উপজেলা, জেলা ও অঞ্চল পর্যায়ের প্রোগ্রাম কার্যক্রম পর্যবেক্ষণ, মূল্যায়ন ও মনিটরিং।
১৪। ব্যাজ কোর্স, ষষ্ঠক নেতা কোর্স, কাব হলিডে, উপদল নেতা কোর্স, মেট কোর্স, বাস্তবায়নে সংশ্লিষ্টদের সহায়তা এবং ক্রমোন্নতিশীল প্রশিক্ষণ কার্যক্রম ফলপ্রসুকরনে মনিটরিং।
১৫। নিয়মিত প্রোগ্রাম বুলেটিন প্রকাশ।
১৬। পরিবর্তিত প্রোগ্রাম প্রশিক্ষণ বিভাগকে অবহিত করা এবং প্রশিক্ষণ স্কীমে অন্তর্ভুক্তকরণ।
১৭। শাখা ভিত্তিক প্রোগ্রাম আধুনিকীকরণের পদক্ষেপ গ্রহণ করে চূড়ান্তকরণ এবং নির্বাহী কমিটির মাধ্যমে জাতীয় কাউন্সিলের অনুমোদনের ব্যবস্থা গ্রহণ।
১৮। বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন শাখায় পরিচালিত কার্যক্রম শাখা ভিত্তিক প্রোগ্রামের সাথে সম্পৃক্ত করে কিভাবে বাস্তবায়ন করা যায় সে উদ্দেশ্যে সকল সময় মনিটরিংয়ে ব্যবস্থা গ্রহণ।
১৯। প্রোগ্রাম বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন অগ্রগতি এবং আধুনিকীকরণের তথ্য সংগ্রহ করে অগ্রদূতের মাধ্যমে সকল স্তরকে অবহিত করার জন্য প্রকাশনা উদ্যোগ গ্রহণ এবং বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম আধুনিকীকরণে এই বিষয়সমুহ অন্তর্ভুক্ত করা যায় কিনা সে সম্পর্কে গবেষণা বিভাগের সহায়তা নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
২০। প্রধান জাতীয় কমিশনার ও জাতীয় নির্বাহী প্রদত্ত অন্যান্য দায়িত¦ পালন।
------------------------------------------------------------------------------------
 

Downloads:

1. ২য় চতুর্বার্ষিক প্রোগ্রাম পরিকল্পণা ডাউনলোড করুন (পিডিএফ/ ওয়ার্ড)

2. কাব প্রোগ্রাম ডাউনলোড করুন (পিডিএফওয়ার্ড)

3. প্রোগ্রাম বুলেটিন (ফেব্রুয়ারি ২০১৬) পিডিএফ

4. প্রোগ্রাম বুলেটিন (জুন ২০১৬) পিডিএফ

5. কাব স্কাউট- আমার সীমানা আমার সুরক্ষা Cub scouts- joint policy for developing children as good citizen পিডিএফ PDF

6. স্কাউট- আমাদের অধীকার ও সুরক্ষিত সীমানা Scout- joint policy for developing children as good citizen পিডিএফ PDF

7. শিশুদের অধীকার ও আমাদের (অভিভাবক ও স্কাউটার) করণীয় Scouter & Parents- joint policy for developing children as good citizen পিডিএফ PDF

8. শিশুদের জন্য নিরাপদ পরিবেশ SAFE FROM HARM পিডিএফ PDF