সংগঠন বিভাগ
সমগ্র বাংলাদেশে ১৩টি অঞ্চল এবং মেট্রোপলিটন এলাকায় ৫টি মেট্রোপলিটন জেলা, ৬৪টি প্রশাসনিক জেলা ও ৪৮৮টি উপজেলায় (নবগঠিত উপজেলাসহ) স্কাউটিং এর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। রোভার, রেলওয়ে, নৌ ও এয়ার এই চারটি বিশেষ অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম শুধুমাত্র জেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত। অঞ্চলসমূহের আওতাভুক্ত প্রশাসনিক জেলা ৬৪টি, মেট্রোপলিটান জেলা ৫টি, রোভার জেলা ৬৪টি, রেলওয়ে জেলা ১৩টি, এয়ার জেলা ৬টি এবং নৌ জেলা ৬টিসহ সর্বমোট ১৫৬টি জেলা স্কাউটস রয়েছে। সাংগঠনিক তথ্যের জন্য এখানে ক্লিক করুন
এ বিভাগের প্রধান কাজগুলো হচ্ছেঃ
- আঞ্চলিক স্কাউটস পুনঃগঠন
- জেলা স্কাউটস পুনঃগঠন
- উপজেলা স্কাউটস পুনঃগঠন
- আঞ্চলিক কমিশনারের সনদ ইস্যু
- আঞ্চলিক উপ-কমিশনারের সনদ ইস্যু
- জেলা স্কাউট কমিশনারের সনদ ইস্যু
- আঞ্চলিক সাংগঠনিক ওয়ার্কশপ
- জেলা সাংগঠনিক ওয়ার্কশপ
- শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উদ্বুদ্ধকরণ সভা ইত্যাদি