Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ এপ্রিল ২০১৫

বাংলাদেশ স্কাউটস এর ডিজাস্টার রেসপন্স টিমের মহড়া ও সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সম্পন্ন


প্রকাশন তারিখ : 2015-04-18

বাংলাদেশ স্কাউটস এর প্রশিক্ষিত রোভার স্কাউটদের সমন্বয়ে গঠিত ডিজাস্টার রেসপন্স টিমের মহড়া এবং ২০১৪ সালে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জনকারীদের অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান অদ্য ১৮ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩০ মিনিটে ঢাকা কলেজ মাঠ, ঢাকায় অনুষ্ঠিত হয়। মহড়ায় ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ আগুন নেভানো ও উদ্ধার কাজ, ঘূর্ণিঝড় পূর্ব প্রস্ততি ও পরবর্তী উদ্ধার কাজ বিষয়ে মহড়া প্রদর্শিত হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, এমপি প্রধান অতিথি হিসেবে ডিজাস্টার রেসপন্স টিমের মহড়ার শুভ উদ্বোধন ঘোষণা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মোহসীন, জাতীয় উপ কমিশনার, বাংলাদেশ স্কাউটস  ও যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার । মাননীয় মন্ত্রী মহড়া শেষে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ৩৪ জন স্কাউট ও রোভার স্কাউটকে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রদান করেন । প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ স্কাউটস ও মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য প্রদান করেন ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ কামাল, জাতীয় কমিশনার(সমাজ উন্নয়ন), বাংলাদেশ স্কাউটস ও ভারপ্রাপ্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।  শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রফেসর তুহিন আফরোজা আলম, অধ্যক্ষ, ঢাকা কলেজ। ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব মোঃ মজিবর রহমান মান্নান, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস। বিভিন্ন স্কুল, কলেজের স্কাউট ও রোভার স্কাউটগণ, ছাত্র/ছাত্রী এবং সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ মহড়া উপভোগ করেন। মহড়া বাস্তবায়নে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দুর্যোগ ব্যবস্থপনা ব্যুরোর সিপিপি বাংলাদেশ স্কাউটসকে সহায়তা করেন।