Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ অক্টোবর ২০১৬

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাথে স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা


প্রকাশন তারিখ : 2016-10-05
৫ অক্টোবর ২০১৬ তারিখে বাংলাদেশ স্কাউটস এর এক্সটেনশন স্কাউটিং বিভাগের আয়োজনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের প্রতিনিধিগনের সাথে স্কাউটিং সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভা শামস হল, জাতীয় সদর দফতরে অনুষ্ঠিত হয়।
 
সভাপতিত্ব করেন জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) কাজী নাজমূল হক নাজু। এছাড়া জাতীয় কমিশনার (প্রোগ্রাম) জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, জাতীয় কমিশনার (সংগঠন), জনাব আখতারুজ জামান খান কবির, জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) জনাব সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, নির্বাহিী পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আরশাদুল মুকাদ্দিস, জাতীয় উপ কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) জনাব আই কে সেলিম উল্লাহ খোন্দকার, যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) জনাব মোঃ আবু মোতালেব খান, প্রকল্প পরিচালক (কাব) জনাব মোঃ দেলোয়ার হোসাইন ও অন্যান্য কর্মকর্তাগন সভায় বাংলাদেশ স্কাউটস এর পক্ষে প্রতিনিধিত্ব করেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ১০ জন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেন।
 
দেশব্যাপী রেজিস্টার্ড-নন রেজিস্টার্ড প্রায় ৪০,০০০ কিন্ডারগার্টেনে ১টি করে কাব স্কাউট দল খোলার বিষয়ে সবাই একযোগে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এসোসিয়েশন থেকে দেশের সকল কিন্ডারগার্টেনের ১ জন করে প্রতিনিধিকে প্রশিক্ষণ প্রদানের জন্য শিক্ষকগনের তালিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হবে মর্মে প্রতিশ্রুতি দেয়া হয়। এ ব্যাপারে বাংলাদেশ স্কাউটস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ প্রশাসনিক ও অন্যান্য চিঠিপত্র ইস্যুর বিষয়ে সহযোগিতা করা হবে মর্মে আশ্বাস দেয়া হয়।
 
দেশে স্কাউটিং সম্প্রসারণ ও ভিশন ২০২১ বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করার বিষয়ে সভায় উপস্থিত সদস্যগন সর্বতোভাবে নিজনিজ দায়িত্ব পারনে একমত পোষন করেন।