বাংলাদেশ স্কাউটস এর গার্ল ইন স্কাউটিং বিভাগের উদ্যোগে ১৬ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতর, শামস হল, কাকরাইল, ঢাকায় দিনব্যাপি গার্ল ইন স্কাউটিং উন্নয়ন বিষয়ক দিনব্যাপি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সকাল ১০.০০ টায় সভার উদ্বোধন করেন জনাব মোঃ মহসিন, এলটি, জাতীয় কমিশনার (প্রশিক্ষণ), বাংলাদেশ স্কাউটস। দিনব্যাপি মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জেলা/উপজেলা থেকে ৬৭জন গার্ল ইন স্কাউট লিডার উপস্থিত থেকে গার্ল ইন স্কাউট এর উন্নয়ন ও সম্প্রসারণে পরামর্শ/সুপারিশ প্রদান করেন।
বিকাল ৫.০০ টায় মতবিনিময় সভার সমাপনী অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর সম্মানিত সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় জনাব মোঃ আবুল কালাম আজাদ, এলটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরত্বপূর্ন পরামর্শ প্রদান করেন। বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও সিনিয়র সচিব, স্বারাষ্ট্র মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডঃ মোঃ মোজাম্মেল হক খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার (গার্ল ইন স্কাউটিং) ও সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয় জনাব সুরাইয়া বেগম, এনডিসি।