১৫-১৬ অক্টোবর, ২০১৬ তারিখে বিশ্বের ১৬৪টি দেশের স্কাউটগণ ৫৯তম জোট ও ২০তম জোটি-তে (জাম্বুরী অন দি এয়ার ও জাম্বুরী অন দি ইন্টারনেট) অংশগ্রহণ করছে। এই কার্যক্রমের বাংলাদেশ স্কাউটসের অংশের উদ্বোধন করা হয় আজ ১৫ অক্টোবর জাতীয় স্কাউট ভবন কাকরাইল, ঢাকায় । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জুনায়েদ আহমেদ পলক, এমপি , মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও প্রযুক্তি বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি জনাব মোঃ হাবিবুল আলম, বীর প্রতীক, সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস। সভাপতিত্ব করেন জনাব মনোয়ার ইসলাম, সচিব, বিদ্যুৎ বিভাগ ও সভাপতি, স্পেশাল বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস। স্বাগত বক্তব্য দেন জনাব মোঃ মনিরুল ইসলাম খান, জাতীয় উপ কমিশনার( স্পেশাল ইভেন্টস), বাংলাদেশ স্কাউটস। শুভেচ্ছা বক্তব্য দেন জনাব আরশাদুল মুকাদ্দিস, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস। উপস্থিত ছিলেন জাতীয় উপ কমিশনার, প্রফেশনাল স্কাউট এক্সিকিউটিভ, স্কাউটার, স্কাউট ও রোভার স্কাউটগণ।
59th JOTA & 20th JOTI, Theme Song