২৪ অক্টোবর, ২০১৫ তারিখ, শনিবার, সন্ধ্যা ৬.০০ টায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন অডিটোরিয়াম,আগারগাঁও শেরেবাংলানগর, ঢাকায় বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশন এর জাতীয় কনভেনশন আয়োজন করা হয়। অতিথিবৃন্দেও আসন গ্রহণের পর প্রার্থনা সংগীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার(ফাউন্ডেশন) সৈয়দ রফিক আহমেদ স্বাগত বক্তব্য প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন। এরপর স্কাউট আন্দোলনের শুরু এবং বাংলাদেশে স্কাউটিং এর ধারাবাহিকতার একটি প্রামান্য চিত্র এবং বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশন এর কার্যক্রম বিষয়ে সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার(ফাউন্ডেশন) জনাব মোঃ তৌহিদুল ইসলাম। জনাব মোঃ তৌহিদুল ইসলাম এর উপস্থাপনের পর উপস্থিত অতিথিবৃন্দের জন্য মতবিনিময় করার জন্য ফ্লোর উম্মুক্ত করা হয়। এসময় জনাব গোলাম মোস্তফা,জনাব মোঃ মহসিন, জনাব এম এম ফজলুল হক, প্রফেসর নাজমা শামস,ড. শরিফ মোহাম্মদ আশরাফ আলোচনায় অংগ্রহন করেন। ২০১৩ সাল থেকে যেসকল সদস্য বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনের সদস্য পদ গ্রহণ করেন তাদের সনদ এবং ২০১৪ সালে যে সকল স্কাউটার বাংলাদেশ স্কাউটসের সভাপতি অ্যাওয়ার্ড অর্জন করেন তাদের পদক প্রদান করেন অনুষ্ঠানের প্রদান অতিথি জনাব মোঃ আবুল কালাম আজাদ।
সম্মানিত অতিথির বক্তব্য প্রদান করেন সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ড. মোঃ মোজাম্মেল হক খান। ড. মোঃ মোজাম্মেল হক খান বলেন আমরা কাজ করি ছেলে-মেয়েদের অমিয় সম্ভাবনাকে বাড়াতে। তাদের স্বপ্ন দেখাই এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখি। আমাদের জন্য যে সকল স্কাউট ব্যক্তিত্ব কাজ করে গেছেন যেমন মরহুম শামস, মরহুম মহবুব উজ্জামান, মরহুম ফায়জুর রাজ্জাক, জনাব মনযূর উল করিম,জনাব আবু হেনা, জনাব হাবিবুল আলম, জনাব ফজলুর রহমানসহ অনেকে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করি। তাদের দেখানো পথে আমরা আরো এগিয়ে যাব।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস জনাব মোঃ আবুল কালাম আজাদ বলেন বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশন তিনটি খাতে তাদের অর্জিত অর্থ খরচ করতে পারে, ১। স্কাউট প্রোগ্রামে, ২। অস্বচ্ছল স্কাউটকে সহায়তা করে, ৩। সামাজিক কার্যক্রমে। তিনি ব্যক্তিগত জীবনে কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট থেকে অর্জিত জ্ঞান তাঁর কর্ম জীবনে কিভাবে কাজে লেগেছে তার কয়েক উদাহরণ দেন। বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশন এর কার্যক্রম একটি পর্যায়ে আনার জন্য তিনি ড. নিজাম উদ্দিন আহমেদকে সকলের সামনে পরিচয় করে দেন এবং ধন্যবাদ জানান। তিনি নিজে গোল্ড ক্যাটাগরীর সদস্য পদ গ্রহণ করবেন বলে ঘোষনা দেন এবং আরো ১০জনকে বিভিন্ন ক্যাটারগরীর সদস্য করানোর দায়িত্ব নেন। উপস্থিত সকলকে বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশন এর সদস্যপদ গ্রহণের অনুরোধ করে প্রত্যেককে ৫জন সদস্য করানোর জন্য বলেন।
সভাপতির বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আবদুল করিম, সাবেক মুখ্য সচিব ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশন। তিনি বলেন ড. নিজাম উদ্দিন বাংলাদেশ স্কাউটস ফাউন্ডেশনকে যে ভিত্তির উপর দাড় করিয়ে রেখে গেছেন তা আমরা আরো অনেকগুন এগিয়ে নিয়ে যাব। এ মহতী কার্যক্রমে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সকলের শেষে বাংলাদেশ স্কাউটস এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব মোঃ মজিবর রহমান মান্নান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বিশেষ করে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনকে। দ্বিতীয় পর্বে একটি মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।