Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৮ ডিসেম্বর ২০১৪

রমনা পার্ক পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান


প্রকাশন তারিখ : 2014-10-26

‘পৃথিবীকে যেমনটি পেয়েছ তার থেকে আরো একটু ভালো করে রেখে যেতে চেষ্টা কর’-স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের এ বাণীকে অনুসরণ করে বাংলাদেশ স্কাউটসের মেট্রোপলিটন শাখা ও ঢাকা জেলা রোভার বছরজুড়ে ঢাকার বিভিন্ন উদ্যান ও পার্ককে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিয়েছে। গত ২৫ অক্টোববর ২০১৪ রমনা  পার্ক পর্রিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেয় বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটন এর স্কাউটরা।  স্কাউটদের এ মহতি উদ্যোগকে  উঃসাহিত করার জন্য দেশের বিভিন্ন স্তরের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। এ অভিযানের শুভ উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালায়ের সিনিয়র সচিব ও বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ শাহজাহান আলী মোল্লা, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ শাহ কামাল, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের প্রধান নিবাহী কর্মকর্তা, যুগ্ন সচিব জনাব মোঃ মহিবুল হক, সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, ঢাকা জনাব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া এবং প্রস্তুতি কমিটির আহবায়ক ছিলেন জনাব মোঃ মহসিন জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন) বাংলাদেশ স্কাউটস।