Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ নভেম্বর ২০১৫

Bangladesh Scouts will host 32nd Asia Pacific Regional Scout Jamboree, 2021


প্রকাশন তারিখ : 2015-11-02
 
আগামী ৩-৮ নভেম্বর, ২০১৫ তারিখ পর্যন্ত কোরিয়ায় ২৫তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কনফারেন্স অনুষ্ঠিত হবে। সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ড. মোঃ মোজাম্মেল হক খান এর নেতৃত্বে বাংলাদেশের ৪৩ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী প্রতিনিধি দল এই কনফারেন্সে যোগদান করছেন। প্রতিনিধিদলের অগ্রীম টীম ৩০ অক্টোবর , ২০১৫ তারিখে কোরিয়ার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেছেন। সর্বশেষ টীম ১ নভেম্বর, ২০১৫ তারিখ রাতে ঢাকা ত্যাগ করেন। উল্লেখ্য, বাংলাদেশ ২০১২ সালে ২৪তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট কনফারেন্স আয়োজন করেছিল। ২৫তম কনফারেন্সে ২০২১ সালের ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী আয়োজক হওয়ার জন্য বাংলাদেশ স্কাউটস প্রার্থী ঘোষনা করেছে। এই কনফারেন্সে বাংলাদেশ স্কাউটস এর ৪(চার) জন স্কাউটার এশিয়া প্যাসিফিক রিজিওনাল (এপিআর) গুড সার্ভিস অ্যাওয়ার্ড গ্রহন করবেন। এপিআর গুড সার্ভিস অ্যাওয়ার্ড গ্রহনকারী স্কাউটার যথাক্রমে: ১। স্কাউটার শফিক আলম মেহেদী, জাতীয় কমিশনার(আন্তর্জাতিক),  ২। স্কাউটার মোঃ মাহমুদুল হক, জাতীয় কমিশনার(প্রকল্প), ৩। স্কাউটার সরোয়ার মোহাম্মদ শাহরিয়ার, জাতীয় কমিশনার(জনসংযোগ ও মার্কেটিং) ও ৪। স্কাউটার মোঃ মজিবর রহমান মান্নান, নির্বাহী পরিচালক(ভারপ্রাপ্ত), বাংলাদেশ স্কাউটস।

Bangladesh Scouts will host 32nd Asia Pacific Regional Scout Jamboree, Bangladesh, 2021 finalized on 25th APR Scout Conference, Korea.

Its a big chance of Bangladesh Scouts to show the guts by organizing one of the biggest scouting event like 24th APR Scout Conference, 7th APR Youth Forum & APR CLT.
A strong group consisting of 43 members leaded by CNC of Bangladesh Scouts & Senior Secretary (Ministry of Home Affairs, Bangladesh) Dr. Md. Mozammel Haque Khan is representing Bangladesh on ‪#‎25thAPRSC‬ , Korea.