বাংলাদেশ স্কাউটস এর প্রাক্তন প্রধান জাতীয় কমিশনার মরহুম নুরুলিসলাম শামস,প্রাক্তন জাতীয় কমিশনার মরহুম পি এ নাজির, প্রাক্তন সভাপতি মরহুম এম মহবুব উজ জামান, প্রাক্তন জাতীয় কমিশনার মরহুম মুহ. ফয়জুর রাজ্জাক, মরহুম প্রফেসর মাহবুবুল আলমসহ প্রয়াত স্কাউটারগণের স্মরণে ৪ মে ২০১৫, সোমবার, বিকাল ৩.০০ টায় কাব স্কাউটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিকাল ৫.০০ টায় শামস হল, জাতীয় স্কাউট ভবন,কাকরাইল,ঢাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্কাউট কর্মে নিবেদিতপ্রাণ পরলোকগত ব্যক্তিদের কর্মময় জীবন এবং স্কাউট কার্যক্রমে তাঁদের অবদান এর উপর আলোচনা করেন, বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার(এআইএস) প্রফেসর মোঃ সায়েদুর রহমান, জাতীয় কমিশনার(প্রোগ্রাম) জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, প্রাক্তন জাতীয় কমিশনার জনাব আফজাল হোসেন সহ সভাপতি জনাব মোঃ হাবিবুল আলম,বীর প্রতীক, প্রধান জাতীয় কমিশনার ও সিনিয়র সচিব,স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড. মোঃ মোজাম্মেল হক খান এবং সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ আবুল কালাম আজাদ। বাংলাদেশ স্কাউটস এর কোষাধ্যক্ষ,জাতীয় কমিশনার, জাতীয় উপ কমিশনার, প্রফেশনাল স্কাউটার, বাংলাদেশ স্কাউটস ঢাকা, রোভার, রেলওয়ে, নৌ ও এয়ার অঞ্চলের কর্মকর্তা এবং কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউটসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মুফতি মোঃ ফয়জুল্লাহ।