বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় ২৪ জুলাই, ২০১৬ তারিখে শামস হল, জাতীয় স্কাউট ভবন, কাকরাইল, ঢাকায় ঢাকাস্থ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে “ আইন শৃঙ্খলা রক্ষায় যুব সংগঠনের ভূমিকা “ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল কালাম আজাদ , সভাপতি, বাংলাদেশ স্কাউটস ও মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিশেষ অতিথি ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার , বাংলাদেশ স্কাউটস ও সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ শাহ কামাল, জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন), বাংলাদেশ স্কাউটস ও সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন জনাব মোঃ মহসিন , জাতীয় উপ কমিশনার (সমাজ উন্নয়ন), বাংলাদেশ স্কাউটস ও যুগ্ম সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব আরশাদুল মুকাদ্দিস , নির্বাহী পরিচালক(ভারপ্রাপ্ত), বাংলাদেশ স্কাউটস।
বিএনসিসি, বাংলাদেশ গার্ল গাইড, যুব রেড ক্রিসেন্ট, নারী ও শিশু উন্নয়ন পরিষদ, রোটার্যাক্ট ক্লাব, কেন্দ্রীয় খেলাঘর, বাঁধন, অপরাজেয় বাংলা, ঢাকা আহছানিয়া মিশন, জাতীয় যুব কাউন্সিল, অণ্বেষা, গণ উন্নয়ন বিকাশ কেন্দ্র, সুইড বাংলাদেশ ও বাংলাদেশ স্কাউটসসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ৫৪ টি যুব সংগঠণের প্রায় ২০০ জন উচ্চ পর্যায়ের প্রতিনিধি মতবিনিময় সভায় অংশগ্রহণ করছেন।