Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ অক্টোবর ২০১৫

স্কাউটিং এ অ্যাডাল্ট লিডারদের ভূমিকা বিষয়ক কর্মশালা


প্রকাশন তারিখ : 2015-10-28


প্রথম পর্ব: বাংলাদেশ স্কাউটস এর অ্যাডাল্ট রিসোর্সেস বিভাগের আয়োজনে ২০ অক্টোবর, ২০১৫ তারিখে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দফতরের শামস হলে দিনব্যাপি “স্কাউটিং এ অ্যাডাল্ট লিডারদের ভূমিকা বিষয়ক কর্মশালা”অনুষ্ঠিত হয়। সকলের রেজিষ্ট্রেশন এর পর উদ্বোধন সেশন অনুুষ্ঠিত হয়। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আরিফুজ্জামান, জাতীয় উপ কমিশনার(অ্যাডাল্ট রিসোর্সেস)। বক্তব্য প্রদান করেন জনাব আরশাদুল মুকাদ্দিস, যুগ্ম নির্বাহী পরিচালক(প্রশিক্ষণ), কাজী নাজমূল হক, জাতীয় কমিশনার(এক্সটেনশন স্কাউটিং), প্রফেসর সায়েদুর রহমান, জাতীয় কমিশনার(অ্যাডাল্ট রিসোর্সেস), জনাব মোঃ মাহফুজুর, জাতীয়  কমিশনার(আইসিটি)। এই কর্মশালায় মোট ৩৯ জন স্কাউটার অংশগ্রহন করেন।
অধিবেশন: কর্মশালার ১ম অধিবেশন এর বিষয়: `Adults in Scouting Policy' রিচালনা করেন জনাব ফেরদৌস আহমেদ, জাতীয় উপ কমিশনার(মেম্বারশীপ গ্রোথ)। কর্মশালার ২য় অধিবেশন এর বিষয়: `Innovative Leadership' পরিচালনা করেন জনাব মোঃ আবদুস সালাম খান, কোষাধ্যক্ষ, বাংলাদেশ স্কাউটস। কর্মশালার ৩য় অধিবেশন এর বিষয়: `Role of Adult Leader in Scouting '  পরিচালনা করেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান, জাতীয়  কমিশনার(প্রোগ্রাম)। 
প্রধান জাতীয় কমিশনার মহোদয়ের মতবিনিময়: বাংলাদেশ স্কাউস এর প্রধান জাতীয় কমিশনার ও সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ড. মোঃ মোজাম্মেল হক খান কর্মশালায় অংশগ্রহণকারী স্কাউটারগনের সাথে মতবিনিময় করেন। তিনি বলেন স্কাউটিং এ অ্যাডাল্ট লিডারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কর্মশালায় আপনারা এমনভাবে সুপারিশমালা তৈরী করুন তা যেন আমরা আগামী এপিআর কনফারেন্সে উপস্থাপন করতে পারি। তিনি আরো বলেন ছেলে যেমন বাবার চেয়ে বড় হয় না, ছাত্র শিক্ষকের চেয়ে বড় হয় না তেমনি আপনার তৈরী একজন দক্ষ স্কাউট আপনার চেয়ে বড় হবে না। আমরা কাজ করি ছেলে-মেয়েদের অমিয় সম্ভাবনাকে বাড়াতে। তাদের স্বপ্ন দেখাই এবং তা বাস্তবায়নে ভূমিকা রাখি, এ সকল কাজে অ্যাডাল্ট লিডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
গ্রুপ আলোচনা ও সুপারিশ: গ্রুপ আলোচনায় ৪টি গ্রুপে ভাগ হয়ে গ্রুপ আলোচনা করা হয়। 
বিষয়: (১) ইয়ুথ প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ে অ্যাডাল্ট লিডারদের করনীয়।
সুপারিশ: (১) যুগোপযোগী প্রোগ্রাম প্রনয়ন করা, (২) বাস্তবায়ন কৌশল নির্ধারণ করা, (৩) প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যোগ্য স্কাউটার নির্বাচন করা,(৪) নির্বাচিত স্কাউটারদের প্রোগ্রাম বাস্তবায়নের কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা,(৫) প্রোগ্রাম বাস্তবায়নের জন্য যথাযথ উপকরণ দিয়ে সহায়তা করা,(৬) পরিকল্পনা অনুসারে প্রোগ্রাম বাস্তবায়ন করা,(৭) প্রোগ্রাম মূল্যায়ন করা।
বিষয়: (২) অ্যাডাল্ট লিডারদের উন্নত প্রশিক্ষণের জন্য করণীয়।
সুপারিশ: (১) আগ্রহী ব্যক্তিদের স্কাউটিংয়ে সম্পৃক্ত করা, (২) দক্ষ প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষনের ব্যবস্থা করা, (৩) পার্সোনাল সাপোর্ট ট্রেনিং নিশ্চিত করা,(৪) দক্ষ ট্রেনারদের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণের সুযোগ প্রদান করা,(৫) যোগ্য প্রশিক্ষকদের অ্যাওয়ার্ড প্রদান করা।
 বিষয়: (৩) স্কাউটিংয়ের ইমেজ বৃদ্ধিতে অ্যাডাল্ট লিডারদের করণীয় ।
সুপারিশ: (১) প্যাক, ট্রুপ ও ক্রু মিটিং বাস্তবায়ন নিশ্চিত করা, (২) স্কাউট এর আইন ও প্রতিজ্ঞা নিজ জীবনে বাস্তবায়ন, (৩) বিভিন্ন অনুষ্ঠানে অভিভাবক, স্থানীয় জনসাধারণকে আমন্ত্রণ করা,(৪) স্কাউটিংয়ের কার্যক্রম এর ডকুমেন্টরী তৈরী করে প্রচারের ব্যবস্থা করা।
বিষয়: (৪) উন্নত স্কাউটিংয়ের জন্য অ্যাডাল্ট লিডারদের করণীয়। 
সুপারিশ: (১) যুগোপযোগী ও আকর্ষণীয় প্রোগ্রাম তৈরী করা, (২) দক্ষ লিডার ও ট্রেনার তৈরী করা, (৩) সকল লিডার ও ট্রেনারদের আইসিটি বিষয়ে দক্ষ করে তোলা,(৪) জেলা/উপজেলা মনিটরিং করা,(৫) পিআরএস/পিএস/শাপলা তৈরীতে সহায়তা প্রদান।