Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ডিসেম্বর ২০১৫

চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প ২০১৫ঃ জাতীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় প্রশিক্ষক প্রশিক্ষণ(টিওটি) কোর্স


প্রকাশন তারিখ : 2015-11-26


বাংলাদেশ স্কাউটস ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে স্কাউট ও রোভার স্কাউটদের বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ সাশ্রয়ী পদ্ধতি সম্পর্কে সচেতন করে গড়ে তোলা এবং তাদের মাধ্যমে সমাজের সকল পর্যায়ের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিদ্যুৎ বিভাগের সহযোগিতায় ও বাংলাদেশ স্কাউটস এর পরিচালনায় রোভার স্কাউটদের জন্য আগামী ০৯-১২ ডিসেম্বর ২০১৫ পর্যন্ত সকল জেলা সদরে এবং স্কাউটদের জন্য আগামী ১৭-২০ ডিসেম্বর ২০১৫ তারিখ পর্যন্ত দেশের সকল উপজেলা সদরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এই ক্যাম্প বাস্তবায়নের লক্ষ্যে ২০-২১ নভেম্বর, ২০১৫ তারিখ দুই দিনব্যাপি জাতীয় পর্যায়ে প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্সর্ (টিওটি) অনুষ্ঠিত হয়। কোর্সে বিদ্যুৎ বিভাগের জেলা ও জাতীয় পর্যায়ের ৭৬ জন কর্মকর্তা এবং বাংলাদেশ স্কাউটস এর ঢাকা,রাজশাহী, দিনাজপুর, খুলনা,রোভার, এয়ার অঞ্চল ও জাতীয় পর্যায়ের ১৮৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
সকাল ১০.০০ টায় বিজয় হল, বিদ্যুৎ ভবন, আব্দুল গণি রোড, ঢাকায় প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স (টিওটি) এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ,এমপি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি, ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জনাব আবদুল মালেক, সচিব, স্থানীয় সরকার বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ হোসাইন,মহাপরিচালক, পাওয়ার সেল, শুভেচ্ছা বক্তব্য দেন জনাব মোঃ মনিরুল ইসলাম খান, জাতীয় উপ কমিমনার(স্পেশাল ইভেন্টস), ড. আহমদ কায়কাউস, অতিরিক্ত সচিব, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ।

 


কোর্সে (১) বাংলাদেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি,(২) বিকল্প উৎস থেকে বিদ্যুৎ ব্যবহার,(৩) বৈদ্যুতিক দূর্ঘটনা ও তার প্রতিকার, (৪) সাশ্রয়ী চুলা সম্পর্কে তথ্য ও ব্যবহার, (৫) চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প বাস্তবায়নে বিদ্যুৎ বিভাগের করণীয় এবং (৬) চতুর্থ জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প বাস্তবায়নে বাংলাদেশ স্কাউটস এর করণীয় বিষয়ে বিশেষজ্ঞগণ বিস্তারিত আলোচনা করেন।

Theme Song of the Camp (mp3)

Letter to Upozila Porishod

Letter to Zila Porishod