Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st মে ২০১৫

বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ আবুল কালাম আজাদ এর থাইল্যান্ড স্কাউটসের অ্যাওয়ার্ড লাভ


প্রকাশন তারিখ : 2015-05-21

বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব জনাব মোঃ আবুল কালাম আজাদ বাংলাদেশ, এশিয়া প্যাসিফিক স্কাউট অঞ্চল ও বিশ্ব স্কাউট সংস্থায় স্কাউট কার্যক্রম সম্প্রসারণ ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল স্কাউট অর্গানাইজেশন অব থাইল্যান্ড জনাব আবুল কালাম আজাদকে “বয় স্কাউট সাইটেশন মেডেল-ফাস্ট ক্লাশ” অ্যাওয়ার্ড পদক প্রদান করেন। থাইল্যান্ডের মহামান্য রাজা গত ১০ মে ২০১৫ তারিখে জনাব মোঃ আবুল কালাম আজাদকে এই অ্যাওয়ার্ডটি প্রদান করেন। জনাব মোঃ আবুল কালাম আজাদ ছাত্র জীবনের শুরু থেকে কাব স্কাউট, স্কাউট এবং রোভার স্কাউটিং এ নিজেকে সম্পৃক্ত রাখেন। তিনি তার স্কাউটিং কার্যক্রমে অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি সরূপ ১৯৭৮ সালে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করেন। তিনি বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপ কমিশনার, জাতীয় কমিশনার ও প্রধান জাতীয় কমিশনারের দায়িত্ব পালন শেষে বর্তমানে সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এশিয়া প্যাসিফিক স্কাউট অঞ্চলের বর্তমান নির্বাহী কমিটির নির্বাচিত সদস্য। তিনি বাংলাদেশ স্কাউটস এর একজন দক্ষ লিডার ট্রেনার।