Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৪ ফেব্রুয়ারি ২০১৬

চায়না, কোরিয়া, জাপান-বাংলাদেশ (CJK-B) যৌথ প্রকল্পের ৩য় ওয়ার্কক্যাম্প


প্রকাশন তারিখ : 2016-02-04

চায়না, কোরিয়া, জাপান-বাংলাদেশ (CJK-B) যৌথ প্রকল্পের ৩য় ওয়ার্কক্যাম্পঃ
১২-২২ ফেব্রুয়ারি ২০১৬ চায়না, কোরিয়া, জাপান-বাংলাদেশ (CJK-B) যৌথ প্রকল্পের ৩য় ওয়ার্কক্যাম্প শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাউডোবা ইউনিয়নে বাস্তবায়িত হবে।
এ প্রকল্পের আওতায় রোভার স্কাউট ও এডাল্ট লিডারগন প্রাথমিক স্বাস্থ্য, স্যানিটেশন, নিরাপদ পানি ইত্যাদি সমাজ উন্নয়নমূলক কার্যক্রম হাতে কলমে পরিচালনা করবেন।
কার্যক্রমে জাপান স্কাউটস এর ১২ জন, তাইওয়ান স্কাউটস এর ৪ জন, কোরিয়ান স্কাউটস এর ৮ জন এবং বাংলাদেশ স্কাউটস এর ৪৫ জন রোভার স্কাউট ও স্কাউটার অংশগ্রহণ করবেন। বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন বিভাগের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।