দেশের তের লক্ষাধিক স্কাউটকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষন দেয়া হবে
-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপি বলেছেন, দেশের তের লক্ষাধিক স্কাউটকে দুর্যোগ ব্যবস্থাপনার প্রশিক্ষন দিয়ে দুর্যোগকালে জনগণের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয়া হবে। এটা হবে মানবসেবার উত্তম সুযোগ ও মানুষের জানমাল রক্ষার উৎকৃষ্ট উপায়। এর মাধ্যমে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত জনবল তৈরীতে একধাপ এগিয়ে যাবে। এরা দুর্যোগকালে প্রশিক্ষিত সরকারি বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সাহার্যকারী হিসেবে কাজ করবে।
তিনি আজ বাংলাদেশ স্কাউট ভবনে স্কাউটের ৩০টি জেলার ‘জেলা দুর্যোগ ব্যবস্থাপনা সাড়াদান টিমের’ মধ্যে দুর্যোগকালীন সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। ইউএনডিপির আর্থিক সহায়তায় এ সরঞ্জামাদি ক্রয় করা হয়।
সাবেক সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন বিষয়ক জাতীয় কমিটির সভাপতি আবু আলম মোঃ শহিদ খানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান, ইউএনডিপি-বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর গৎ. ঘরপশ ইবৎবংভড়ৎফ বক্তব্য রাখেন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন বিষয়ক জাতীয় কমিশনার মোঃ শাহ কামাল ।
অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার, জাতীয় উপ কমিশনার, জাতীয় পর্যায়ের কর্মকর্তা,অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তা, ইউএনডিপি,বাংলাদেশ এর প্রতিনিধি, রোভার স্কাউট ও স্কাউটগণ উপস্থিত ছিলেন।
সংবাদদাতাঃ মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, সিনিয়র তথ্য অফিসার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ঢাকা, ১৪ অক্টোবর ২০১৫