Wellcome to National Portal
বাংলাদেশ স্কাউটস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ মার্চ ২০১৫

বাংলাদেশ স্কাউটস এর পক্ষ থেকে প্রধান জাতীয় কমিশনারকে সংবর্ধনা প্রদান


প্রকাশন তারিখ : 2015-03-24

বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান বাংলাদেশ স্কাউটস এবং আন্তর্জাতিক অঙ্গনে স্কাউটিং এ অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারত স্কাউটস এন্ড গাইডস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড “সিলভার এলিফ্যান্ট” অর্জন করায় বাংলাদেশ স্কাউটসের পক্ষ থেকে ২৩ মার্চ ২০১৫ সোমবার বিকেল ৫:০০ টায় বিয়াম মিলনায়তন ৬৩, নিউ ইস্কাটন, ঢাকায় সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য যে, ড. মোজাম্মেল হক খান গত ১৬ ফেব্র“য়ারি ২০১৫ তারিখ ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি জনাব প্রণব মুখার্জীর নিকট থেকে এই সম্মাননা গ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আসাদুজ্জামান খাঁন এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ স্কাউটস ও মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। অনুষ্ঠানে সরকারী-বেসরকারী পদস্থ কর্মকর্তা, স্কাউট ও স্কাউটার সহ প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে সম্বর্ধিত ড. মোঃ মোজাম্মেল হক খানকে দেশের সকল স্কাউটদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ রফিকুল ইসলাম খান, জাতীয় কমিশনার, (প্রোগ্রাম), শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব মোঃ হাবিবুল আলম, বীর প্রতীক, সহ-সভাপতি, বাংলাদেশ স্কাউটস, জনাব মোঃ শাহ কামাল, জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন), ও ভারপ্রাপ্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, প্রফেসর মোঃ সায়েদুর রহমান, জাতীয় কমিশনার (এডাল্ট রিসোর্সেস), সন্বর্ধিত ড. মোঃ মোজাম্মেল হক খান, প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস, জনাব মোঃ আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ স্কাউটস ও জনাব মজিবর রহমান মান্নান, নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত), বাংলাদেশ স্কাউটস।

অনুষ্ঠানে বক্তাগণ আগামীতে বিশ্ব পরিসরে ও দেশে ড. মোঃ মোজাম্মেল হক খান এর নেতৃত্বে স্কাউটিং আরো সম্প্রসারিত হবে এবং বর্হিবিশ্বে বাংলাদেশ স্কাউটস এর ভাবর্মর্তি বৃদ্ধি পারে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে স্কাউটরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।