বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনা ও পরিচালনায় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে ১৯-২১ এপ্রিল ২০১৫ পর্যন্ত ত্রয়োদশ জেলা/উপজেলা কাব স্কাউট লিডার কোর্স বাস্তবায়িত হয়। কোর্সে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অঞ্চলের ৪৬ জন জেলা ও উপজেলা কাব স্কাউট লিডার অংশগ্রহণ করেন। উক্ত কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন যুগ্ম নির্বাহী পরিচালক(প্রশিক্ষণ) বাংলাদেশ স্কাউটস স্কাউটার আরশাদুল মুকাদ্দিস,লিডার ট্রেনার, আট জন অভিজ্ঞ প্রশিক্ষক কোর্স বাস্তবায়নে সহায়তা করেন। জাতীয় কমিশনার(প্রশিক্ষণ) স্কাউটার মোঃ মোহসিন, লিডার ট্রেনার উক্ত কোর্সটি পরিদর্শন করে প্রশিক্ষনার্থীদের সাথে মত বিনিময় করেন।
বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনা ও পরিচালনায় জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে ২৩-২৬ এপ্রিল ২০১৫ পর্যন্ত একাদশ ট্রেনার্স অ্যাডভান্সমেন্ট কোর্স বাস্তবায়িত হয়। কোর্সে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন অঞ্চলের ৩১ জন লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনার প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। উক্ত কোর্সের কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় কমিশনার (প্রোগ্রাম) স্কাউটার মোহাম্মদ রফিকুল ইসলাম খান, লিডার ট্রেনার , ৯ জন অভিজ্ঞ লিডার ট্রেনার ও প্রশিক্ষক কোর্স পরিচালনায় সহায়তা করেন। জাতীয় কমিশনার (প্রশিক্ষণ), স্কাউটার মোঃ মোহসিন, লিডার ট্রেনার কোর্স চলাকালে প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।