Scout Shop
Bangladesh Scouts, National Headquarters
60, Anjuman Mufidul Islam Road, Kakrail, Dhaka – 1000
Telephone no. +88-02-9333651 (Ext. 130), email: scoutshopbs@gmail.com
খোলা: রবি-বৃহস্পতি, সকাল ১০টা-সন্ধ্যা ৬টা (জাতীয় পর্যায়ের ক্যাম্প চলাকালে ক্যাম্প ভেন্যুতে শপ খোলা থাকে)। বন্ধ: শুক্র-শনি এবং সকল সরকারি ছুটির দিনে।
সরাসরি যোগাযোগ: 01926334070/ 01723480182 (এসএ পরিবহনের মাধ্যমেও মালামাল ডেলিভারি দেয়া হয়)
স্কাউট শপ বাংলাদেশ স্কাউটস-এর একটি সেবামূলক প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো স্কাউটিং এর সাথে যুক্ত সকলকে স্কাউটিং সম্পৃক্ত দ্রব্যাদি সরবরাহ নিশ্চিত করা।
বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কার্যালয়ে কোলাহলমুক্ত, মনোরম পরিবেশে এনেক্স ভবনের গ্রাউন্ড ফ্লোরে স্কাউট শপটি অবস্থিত। স্কাউট শপে বর্তমানে প্রায় পাঁচশতাধিক আইটেমের দ্রব্যাদি রয়েছে। যেমনঃ সদস্য ব্যাজ (অ্যাম্ব্রয়ডারী), ব্রাদার হুড ব্যাজ (অ্যাম্ব্রয়ডারী), বাংলাদেশ সোল্ডার ব্যাজ (অ্যাম্ব্রয়ডারী), বাংলাদেশ জাতীয় পতাকা রেপলিকা ব্যাজ (অ্যাম্ব্রয়ডারী), বিভিন্ন অঞ্চল ব্যাজ (অ্যাম্ব্রয়ডারী), কাব দক্ষতা ব্যাজ (অ্যাম্ব্রয়ডারী), নতুন সিলেবাস অনুযায়ী কাব পারদর্শিতা ব্যাজ (ওভেন সাইন অ্যাম্ব্রয়ডারী), স্কাউট দক্ষতা ব্যাজ (অ্যাম্ব্রয়ডারী), স্কাউট পারদর্শিতা ব্যাজ (অ্যাম্ব্রয়ডারী), তিন শাখার পতাকা (কাব স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট), রোভার পারদর্শিতা ব্যাজ (অ্যাম্ব্রয়ডারী), স্কাউট পোশাকের কাপড় ও উপহার সামগ্রী এবং স্কাউটিং সম্পর্কীত প্রয়োজনীয় বইসমূহ ইত্যাদি। এ ছাড়া স্কাউটস এর সাথে যুক্ত বিভিন্ন বই মুদ্রণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা স্কাউটিং সম্প্রসারণে যথেষ্ট সহায়ক। অফিস চলাকালীন সময় (সকাল-10:00-সন্ধ্যা-6:00) উক্ত দ্রব্যাদিসমূহ স্কাউট শপে বিক্রয় করা হয়। স্কাউট শপের একটি অফিসিয়াল Facebook Page রয়েছে (Page Name: Scout Shop - Bangladesh Scouts, Page Link: https://www.facebook.com/scoutshopbd) যার মাধ্যমে স্কাউট শপের সকল দ্রব্যাদির ছবিসহ মূল্য জানতে পারবেন।
স্কাউট শপ পরিচালনার জন্য জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত একটি সাপ্লাই সার্ভিস ম্যানেজমেন্ট (স্কাউট শপ) বিষয়ক জাতীয় কমিটি রয়েছে। স্কাউট ও স্কাউট শপের দ্রব্যাদি প্রাপ্তিতে সহায়তা প্রদানসহ স্কাউট কার্যক্রমের সহায়তা প্রদান এবং বাংলাদেশ স্কাউটস-এর সকল স্তরের বিদ্যমান স্কাউট দ্রব্যাদির পর্যাপ্ত যোগান ও সহজলভ্যতা নিশ্চিত করা কমিটির মূল লক্ষ্য।
স্কাউট শপরে দ্যব্যাদির গুণগতমান বৃদ্ধিসহ প্রাপ্তি সহজতর ও সেবার মান বৃদ্ধি করা হয়েছে এবং হচ্ছে।
-
ডিজিটাল পদ্ধতিতে ক্যাশ মেমো প্রদান।
-
চাহিদা মতো এস এ পরিবহেনের মাধ্যমে স্কাউট দ্রব্যাদি সরবরাহ করা হয়।
১। ড. নিজামউদ্দিন আহমেদ, উপাচার্য, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি
সভাপতি, সাপ্লাই সার্ভিস ম্যানেজমেন্ট বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস
ইমেইলঃ drnizam@gmail.com
২। জনাব মোঃ মাহমুদুল হক
জাতীয় কমিশনার (সাপ্লাই সার্ভিস ম্যানেজমেন্ট ও প্রশাসন (হেডকোয়ার্টার্স), বাংলাদেশ স্কাউটস ও সহ সভাপতি, সাপ্লাই সার্ভিস ম্যানেজমেন্ট বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস
ইমেইলঃ ncmahmud@gmail.com
৩। জনাব আহমেদ কাজী আসিফুল হক
সদস্য সচিব, সাপ্লাই সার্ভিস ম্যানেজমেন্ট বিষয়ক জাতীয় কমিটি, বাংলাদেশ স্কাউটস ও পরিচালক (প্রশাসন), বাংলাদেশ স্কাউটস
ফোনঃ ০২-৯৩৩৩৬৫১(এক্সটেনশনঃ ১৫৮) ইমেইলঃ adm@scouts.gov.bd
Downloads:
6. Scout Shop Purchase committee.pdf/ .doc